Posts

গল্প

ট্রেনের কামরায়

October 22, 2024

Ajmain Rashid Enan

83
View

ট্রেনের কামরায়-

লেখক: আজমাইন রশীদ ইনান 
ট্রেন যাত্রা সবচেয়ে সুন্দর যাত্রাগুলোর একটা। ট্রেনের ব্রেঞ্চ সিটগুলোতে বসে যাত্রার সাথে স্মৃতিগুলো আরো মধুর। অনেকদিন পর বাড়ি ফেরার অনুভূতিটাও অসাধারণ। কিন্তু হঠাৎ চোখে পড়লো ঠিক বিপরীত সীটে বসে থাকা এক মা তার সন্তানের উপর। বোধ করি  দেড় দু বছর বয়স হবে বাচ্চাটার। মা টি তার বাচ্চাকে একটা জ্যাকেট পড়িয়ে দিচ্ছিলেন। জ্যাকেটটার দাম আর কতই বা হবে, দেখেই বোঝা যাচ্ছে তারা আর্থিকভাবে ততটা সবল না। লক্ষ্য করলাম বাচ্চাটার জ্যাকেটটাতে কি সুন্দর আলো জ্বলছে। আমি তার মাকে জিনিস করলাম, "আপু,বাবুর  জ্যাকেটটা তো বেশ ভালো, কোথা থেকে নিয়েছেন?"
তিনি হাসিমাখা মুখে উত্তর দিলেন, ''রাস্তায় বিক্রি করছিলো। ও দেখেই নিতে চাইলো। জামাটা আমারো পছন্দ হয়েছিল।"
আমার ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল। ছোটবেলায় মা- বাবাকে বলেছিলাম এমন জামা পাওয়া যাবে কি না। তারা তখন আমাকে নিয়ে বড় বড় দোকানে গিয়েছিল কিন্ত সেখানে এমন জামা পাই নি। আজ জামাটা দেখে সেই শৈশব স্মৃতিটা মনে পড়ে গেল।
 

Comments

    Please login to post comment. Login