মোস্তফা সরয়ার ফারুকীর ব্যাচেলর মুভিতে পুরান বিল্ডিঙটার অনেকগুলো সিকোয়েন্স আছে ছাদ আর লাইব্রেরিতে। বিশ্বসাহিত্য কেন্দ্রের পুরোনো দোতলা বিল্ডিংটার সাথে সেখানকার অনেক মানুষের আবেগ অনুভূতি জড়িত আছে। দোতলা ওই বিল্ডিংটাতে লাইব্রেরী বানানোর পর আর অডিটোরিয়াম বানানোর টাকা ছিল না। ইস্ফেন্দিয়ার জাহেদ হাসান নামের একজন বড়লোক কিছু টাকা দেয়, তার নামে অডিটোরিয়ামটা করা হয়৷ সেই বিল্ডিঙ অডিটোরিয়াম কিছুই আর নাই। কিন্তু নতুন বিল্ডিঙের প্রধান অডিটোরিয়ামটার নামও করা হয় ইস্ফেন্দিয়ার জাহেদ হাসান মিলনায়তন।