Posts

কবিতা

শহুরে অভিনয়

October 22, 2024

সুকান্ত সোম

47
View

সহজ শহরে ,

মায়াহীন অবসর স্মৃতিদের। 

চিলেকোঠার শুন্যতায় 

মানব জঙ্গলে 

গোলক ধাধার যে গোধুলী হারায় কংক্রিটের দৃঢ়তায়।

 সেখানে আমার মৃত মন গান শুনে বেদনার।

 তুমিও কি থাকো চোখ বন্ধ অন্ধকারে 

হলুদ কষ্টের বেঘরে? 

নাকি সমস্ত নিউরনে নীল ঘুনে ধরা প্রাণে সুর তুলো অভিনয়ের। 

সফেদ তুলোর নির্জীবদেহে শব্দ বুনো আপন বেখেয়ালের বাতাসে। 

আসো পানা ভাসা পানিতে 

সহজ শহরের অদূরেই সময়ের স্রোতে 

সাদা কালো আঙ্গুল ছুয়ে হেটে যায় বাকানোর পথের বিন্দুতে।

Comments

    Please login to post comment. Login