Posts

নিউজ

ফ্রাঙ্কফুর্ট বইমেলায় ছাত্রজনতার গণঅভ্যুত্থানের ছবি প্রদর্শন

October 22, 2024

নিউজ ফ্যাক্টরি

কয়েকদিন আগেই জার্মানিতে অনুষ্ঠিত হলো ফ্রাঙ্কফুর্ট বইমেলা। বিশ্বের অন্যতম বৃহৎ এই বইমেলায় বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জাতীয় গ্রন্থকেন্দ্র অংশগ্রহণ করেছে। বাংলাদেশের স্টলে ছিল রাজনৈতিক পটভূমি, শিল্প সাহিত্য, গবেষণাসহ নানা পর্যায় ও বিষয়ের ওপর লিখিত বই। এবার জুলাই-আগস্টে সংঘটিত ছাত্রজনতার গণঅভ্যুত্থানের ছবি সংবলিত লিফলেটও প্রদর্শন করা হয়েছে।    

জাতীয় গ্রন্থকেন্দ্র থেকে প্রকাশিত লিফলেটে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালে ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে একটি নতুন বাংলাদেশের সূচনা হয়েছে।

এবারের ফ্রাঙ্কফুর্ট বইমেলায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক লেখক ও কথাসাহিত্যিক আফসানা বেগম। তিনি বলেছেন, বিভিন্ন দেশের লেখক, প্রকাশকরা বাংলাদেশের সাম্প্রতিক ছাত্রজনতার গণঅভ্যুত্থানের খবর জানেন। এই অভ্যুত্থানের ইতিহাস আরও ব্যাপকভাবে লেখা দরকার।  

২০১৫ সাল থেকে ফ্রাঙ্কফুর্ট বইমেলায় অংশগ্রহণ করছে বাংলাদেশ। এবারও জার্মানিতে বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর মো. গোলাম রাব্বির তত্ত্বাবধানে মেলায় বাংলাদেশ অংশ নিয়েছে। তিনি বলেন, ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে বাংলাদেশ যেন অংশগ্রহণ করতে পারে সে ব্যাপারে মেলা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। 

উল্লেখ্য, ফ্রাঙ্কফুর্ট বইমেলা ১৬ থেকে ২০ অক্টোবর পর্যন্ত চলে। এবার এই বইমেলার ৭৬তম আসর ছিল। চলতি বছর শতাধিক দেশের ৪ হাজার ৩০০ এর বেশি প্রকাশনা প্রতিষ্ঠান মেলায় অংশগ্রহণ করেছে।  

Comments

    Please login to post comment. Login