Posts

কবিতা

মার্জিন (Premium)

October 23, 2024

মোঃ ফিরোজ আহমেদ বাবলা

0
sold
আমরা কোথায় যেতে চাই, না আছে তার কোন মার্জিন।
কিযে পেতে চাই, জীবনকে করতে চাই রঙ্গিন।

কি আশা করি দুরাশায় ভুগি, চাওয়া গুলো সীমাহীন
রঙ্গের দুনিয়ায় ভালোবাসা, হয়ে যাচ্ছে যেন বিলীন।

কিযে নিতে চাই, ছুটে চলেছি ঠিকানা বিহীন।
জীবন আসলে একটাই ;দাড়ি, কোলন অথবা একটু ফুলস্টপ দিন।

কিযে হতে চাই, পরিশ্রম বিহীন
সমাজ আজ নষ্টের মখে, প্রকৃত শিক্ষায় ধরেছে ঝিন ?

কিযে দিতে চাই, নিতেই ব্যস্ত প্রতিদিন
অন্যের হক মেরে, তারাই সামনের সারিতে, হাজি মহসীন।

কিযে ধরতে চাই, আকঁড় বিহীন
আইনের শাসনে বেড়াজাল,মামলা চলছে অনন্তহীন।

কিযে গড়তে চাই, যেন আস্তর হীন
ভোতরে সব ফাপা, হয়তো টেকে কিছুদিন।

কিযে বাধঁতে চাই, কেহ নয় স্বার্থহীন
সব অভিনয় অনুনয়,চামশারা আজ বাজাচ্ছে সুখের বিন।

কিযে ছাড়তে চাই, নেশার ভুলে বাড়িয়ে তুলেছি ঋণ।
নি:স্বার্থ,ত্যাগ,ভালোবাসায় এ সমাজ কেন কেন ?
লেপ্টে দিয়েছে মার্জিন।

This is a premium post.

Comments

    Please login to post comment. Login