পরাহত গাছ শুয়ে আছে তোশকের নিচে
তাতে ঘুণপাখি বসে গাইছে খেয়াল।
দরজা উন্মুক্ত তবু জানালার গ্রিল ধরে
নিথর পাথর হয়ে থাকা।
দশবার দিন হলে দশবারই রাত, সন্দেহ নেই।
পুনরাবৃত্তির পরিসরে
কোনো ভুল দু'বার করা বোকামি
তৃতীয়বার অনুচিত, তার পরে সব দোষ
বিচারের দরবারে আসামির বিশেষ আক্রোশ-
বহু হাত বেঁধে রেখেও নিরপরাধ হাতকড়া!
০৭/০৪/২১