অঙ্কের ম্যাজিক - ৩
~একুশ শতকের যেকোন তারিখ কী বারে পড়েছে সেটার মেন্টাল ক্যালকুলেশন~
প্রথমে একটি সহজ হিসাব করতে হবে আপনাকে। একটু ধৈর্য্য ধরুন, কাজে লাগবে।
আপনি কোন রেস্টুরেন্টে খাওয়ার পর ধরেন বিল আসলো ৪২ টাকা। আপনি বিলের ১৫% টিপ দিতে চান বয়কে। প্রথমেই ৪২ টাকার ১০% বের করুন। অতি সহজ, ৪.২ টাকা। তারপর ৪.২ টাকার অর্ধেক করুন। ২.১ টাকা। ৪.২ + ২.১ = ৬.৩০ হল আপনার সেই মূল বিল ৪২ টাকার ১৫%। আমরা ধীরে ধীরে সেলস ট্যাক্স, ডিসকাউন্ট, কম্পাউন্ড ইন্ট্যারেস্ট, এবং অন্যান্য দৈনন্দিন হিসাবের প্র্যাক্টিক্যাল সমাধানে সামনে আসছি। আপাতত উপরের অঙ্কটি রপ্ত করে নিন। সহজ আছে।
স্মৃতিশক্তি বৃদ্ধি করুন।
আপনি যদি একুশ শতকের যেকোন তারিখ ঠিক কী বারে পড়েছে জানতে চান তাহলে এই হিসাব ম্যাজিকের মত কাজ দিবে। জন্মদিন, ঐতিহাসিক দিবস, ভবিষ্যতের এপয়েন্টমেন্ট মনে রাখারও কৌশল হিসেবে এটি ব্যবহার করতে পারেন। এখন একবিংশ শতাব্দীর যেকোন জানুয়ারীর ১ তারিখ দিয়ে শুরু করছি। প্রথমে আপনাকে নিন্মোক্ত টেবিলটার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি।
সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি
১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ / ০
উদাহরণস্বরূপ, জানুয়ারি ১, ২০৩০ ঠিক কোন দিন অথবা বারে পড়বে সেটা আসেন আমরা বের করি। উল্লিখিত সালের শেষ দুই সংখ্যাকে আমরা সেই রেস্টুরেন্টের বিল হিসেবে কল্পনা করি। তাহলে এবার ৩০ টাকার সাথে ২৫% টিপ যোগ করি। এই লেখার তৃতীয় প্যারার হিসেবে খুব দ্রুত ৭.৫ টাকা পাই ৩০ এর ২৫% ক্যালকুলেশনে। তবে ভগ্নাংশ বাদ দিয়ে ঐ টিপ ৭ রাখি। এখন আপনার বিল ৩০ + টিপ ৭ = ৩৭ পাই। এখন ঐ তারিখে বার কিংবা দিন নির্ণয় করতে সেই টিপ ৭ এর সর্বোচ্চ গুণিতক ( ০, ৭, ১৪, ২১, ২৮, ৩৫, ৪২, ৪৯, ...... ) আপনার যোগফল ৩৭ থেকে বিয়োগ করুন। এখানে আমরা পাই ৩৭-৩৫ = ২, তাই জানুয়ারী ১, ২০৩০, ২ এ পাবো। যা সেই উল্লিখিত টেবিল অনুসারে মঙ্গলবার।
বিল : ৩০ ( সেই সালের শেষ দুই ডিজিট)
টিপ : +৭ ( বিলের ২৫% ভগ্নাংশ ছাড়া )
------
৩৭
৭ এর সর্বোচ্চ -৩৫
গুণিতক:
-----
২ = মঙ্গলবার
আসেন জানুয়ারী ১, ২০৪৩ এর হিসাবটা করি
বিল : ৪৩
টিপ: +১০
--------
৫৩
৭ এর সর্বোচ্চ
গুণিতক : - ৪৯
-------
৪ = বৃহস্পতিবার
ব্যতিক্রম : লিপ ইয়ারের ক্ষেত্রে এই বছর ২০২৪ টাই ধরি, জানুয়ারী ১, ২০২৪ এর ক্ষেত্রে ২৪ এর ২৫% হচ্ছে ৬, ৬ থেকে ১ বাদ দিন, থাকে ৫।
বিল : ২৪
টিপ : +৫
-------
২৯
৭ এর সর্বোচ্চ
গুণিতক - ২৮
-------
১ = সোমবার।
ক্যালেন্ডার উল্টে কি দেখবেন?
অঙ্কের ম্যাজিক নিয়ে আবার হাজির হবো।
কাজে লাগলে শেয়ার করুন।
( চলবে )