Posts

নিউজ

লাইব্রেরি থেকে হান ক্যাং এর 'দ্য ভেজিটেরিয়ান' সরানোর দাবি

October 24, 2024

নিউজ ফ্যাক্টরি

106
View

হান ক্যাং এর উপন্যাস 'দ্য ভেজিটেরিয়ান' কে স্কুলের লাইব্রেরি থেকে সরিয়ে ফেলার জন্য দাবি জানিয়েছে দক্ষিণ কোরিয়ান অভিভাবকদের একটি সংগঠন। বইটি স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের জন্য ক্ষতিকর বলে উল্লেখ করেছে সংগঠনটি।       

‘কনফেডারেশন অব ন্যাশনাল প্যারেন্টস অ্যাসোসিয়েশন’ মঙ্গলবার (২২ অক্টোবর) এক বিবৃতিতে বলেছে, 'এই বইয়ে চরম সহিংসতা এবং হিংসাত্মক বিষয়বস্তু রয়েছে। একজন নোবেল বিজয়ী লেখক লিখেছেন বলেই বইটি প্রাথমিক, মাধ্যমিক বা উচ্চ বিদ্যালয়ের লাইব্রেরিতে রাখা উচিত হবে না।'

অভিভাবকরা উপন্যাসটিকে কম বয়সীদের জন্য ক্ষতিকারক হিসাবে শ্রেণীবদ্ধ করার জন্য দাবি জানিয়েছেন। মঙ্গলবার রাত পর্যন্ত ১০ হাজারের বেশি মানুষ এই দাবির সমর্থনে করা একটি পিটিশনে স্বাক্ষর করেছেন।     

উল্লেখ্য, হান ক্যাং চলতি বছর সাহিত্যে নোবেল পুরস্কার পান। তিনি 'দ্য ভেজিটেরিয়ান' উপন্যাসের জন্য ২০১৬ সালে ইন্টারন্যশনাল বুকার প্রাইজ জিতেছিলেন। বইটি কোরিয়ান ভাষা থেকে ইংরেজিতে অনুবাদ করেছিলেন ডেবোরা স্মিথ।  

সূত্র: দ্য কোরিয়ান টাইমস  

Comments

    Please login to post comment. Login