পোস্টস

ফিকশন

অনন্ত ডিটাচমেন্ট (প্রিমিয়াম)

২৫ অক্টোবর ২০২৪

Amir Hamza

মানুষও তাই, আমিও তাই তুইও। আমরা সবাই। আমরা কখনও এই নদীর পানি আর আকাশের নীলের মতন মিলত হতে পারিনা। আমাদের অভ্যাস আমাদের দেয়না। হয়তো হঠাৎ হঠাৎ মনে হয়তো পেয়ে গেলাম, অনেক প্রতীক্ষার বস্তু বুঝি হাতের মুঠোয়। আসলেই  আমাদের হাতের মুঠোয়, কিন্তু তখনো মুঠো করে অপেক্ষা করতে হয়। অপেক্ষা করতে হয়, বালির মতন কখন সেগুলা মুঠো গলিয়ে গড়িয়ে পড়বে। আমরা শুধুই গলিয়ে পড়া দেখবো। ঐযে আকাশ আর পানিকে এখান থেকে একে ওপরের আষ্টেপৃষ্টে লেগে আছে মনে হচ্ছে, আমাদেরও তাই। দূর থেকেই আমরা অ্যাটাচ। কাছাকাছি গেলে দেখতে পাবো এই পানি আর আকাশের মতন আমরা আলাদা, আমাদের মধ্যে দূরত্ব অসীম।

এটি একটি প্রিমিয়াম পোস্ট।