পিঁপড়ে খেয়েছে কিছু মধু চেটে
তুমি খেয়েছো সিন্ধু
বদনাম তবু পিঁপড়ের হয়
লজ্জা নাই তার বিন্দু।
পাহাড় সম পাপের বোঝা
মাথায় নিয়েছো মেপে
দেখেতে যদি পারতে তুমি
উঠতো ও বুক কেঁপে।
হিসেব কিতেব চাইতে গেলে
আমরা সবাই পাপী
যা হোক, সবই, গরীবের কাঁধে
নিশ্চিন্তে দাও চাপি।
অসহায় যারা, ঢাল তলোয়ার
নেইকো যাদের কভু
পারলে তাদের এক ছটা তেল
মেরে দাও সব প্রভু
ললাটে যাদের নেই কিছু লেখা
তারা শুধু শুধু মরে
লাভের পয়সা বড় বাবুরা
তুলেছে একাই ঘরে।
জন্ম যাদের আজন্ম পাপ
তাদেরই সব দোষ
সুযোগ পেলেই সবাই ঝাড়ে
তাদের ওপর রোষ।
বিন্দু থেকে সিন্ধু হয়ে
জমেছে এক পাহাড়
এসব কিছু সব তোমাদের
আমরা থাকি ভাগাড়।
এই যে গরীব,ময়লা ওয়লা
মুচি কিংবা মেথর
কোনোদিন যদি দেখতে
এদের কষ্ট, বুকের ভেতর।
39
View