অষ্টম শ্রেণি রেজিস্ট্রেশন চলছে। শ্রেণি শিক্ষক হিসেবে অনুপস্থিত এবং রেজিস্ট্রেশন করে নি এমন শিক্ষার্থীদের ফোন দিতে হয়েছে। ছেলেদের ক্ষেত্রে অনুপস্থিতির স্বাভাবিক কারণ, অসুস্থতা; পড়ালেখায় অমনোযোগী ইত্যাদি। কিন্তু মেয়েদের ক্ষেত্রে কমন উত্তর, ‘ওর তো বিয়ে হয়ে গেছে। পড়বে না।’ অধিকাংশের উত্তর ছিল সাবলীল এবং ছোট। সাথে বিরক্ত ভাব। ইচ্ছা থাকলেও কিছু বলা সম্ভব হয় নি।