Posts

নিউজ

ভারতীয় লেখক শাহনাজ হাবীব জিতলেন নিউ আমেরিকান ভয়েসেস অ্যাওয়ার্ড

October 26, 2024

নিউজ ফ্যাক্টরি

চলতি বছরের নিউ আমেরিকান ভয়েসেস অ্যাওয়ার্ড জিতেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী ভারতীয় লেখক শাহনাজ হাবীব। তিনি 'এয়ারপ্লেন মোড' বইয়ের জন্য এ পুরস্কার পান। মার্কিন ইমিগ্রেশন রিসার্চ ইনস্টিটিউট প্রতি বছর অভিবাসী লেখকদের পুরস্কারটি দেয়। 

এয়ারপ্লেন মোড একটি ননফিকশন বই। ২০২৩ সালের ৫ ডিসেম্বর প্রকাশিত এ বইটি অ্যান্ড্রু কার্নেগি মেডেল অব এক্সিলেন্সের দীর্ঘ তালিকায় ছিল। 

এই বইয়ে তৃতীয় বিশ্বের একজন নারীর দৃষ্টিকোণ থেকে ভ্রমণের ব্যক্তিগত এবং সাংস্কৃতিক ইতিহাস তুলে ধরা হয়েছে। এখানে লেখক পাসপোর্টের ইতিহাস এবং ভ্রমণ সম্পর্কিত বিষয়গুলো বর্ণনা করেছেন। ভ্রমণের শর্তগুলো দীর্ঘদিন ধরেই পাসপোর্টের রঙ এবং গায়ের রঙ দ্বারা নির্ধারিত হচ্ছে। সাধারণত ধারণা করা হয়, গ্লোবাল সাউথের বাসিন্দারা ভ্রমণ করে না তারা অভিবাসন করে। শাহনাজ হাবীব তার বইয়ের মাধ্যমে এই অনুমানকে চ্যালেঞ্জ করেছেন।   

পুরস্কার হিসেবে শাহনাজ হাবীব পেলেন ৫ হাজার ডলার। এছাড়া এই অ্যাওয়ার্ডের চূড়ান্ত তালিকায় থাকা দুইজন লেখককেও পুরস্কৃত করা হয়েছে। তারা হলেন, 'প্রাইভেট ইকুইটি: এ মেমোয়ার' বইয়ের লেখক ক্যারি সান এবং ‘দ্য সানস অব এল রে’ বইয়ের লেখক অ্যালেক্স এস্পিনোজা। প্রত্যেকে এক হাজার ডলার করে পেয়েছেন।    

উল্লেখ্য, এর আগে নিউ আমেরিকান ভয়েসেস অ্যাওয়ার্ড জিতেছিল হার্নান ডিয়াজের ‘ইন দ্য ডিসট্যান্স’, মেলিসা রিভেরোর ‘দ্য অ্যাফেয়ার্স অব দ্য ফ্যালকনস’, লিসলি টেনোরিওর ‘দ্য সন অব গুড ফরচুন’ এবং প্যাট্রিসিয়া এঙ্গেলের ‘ইনফিনিট কান্ট্রি’।  


 

Comments

    Please login to post comment. Login