Posts

কবিতা

চা নিয়ে কবিতা

October 27, 2024

আব্দুল্লা আল কাওছার

68
View

সকাল বেলার সূর্যকিরণ,
জাগে মন, উন্মুক্ত আকাশ,
মুগ্ধতায় ছড়িয়ে পড়ে,
কাপের মধ্যে সোনালি হাসি।

দুধ-চিনি মেশানো চা,
সুগন্ধে ভরে ওঠে ঘর,
বন্ধুদের সঙ্গে আড্ডায়,
আলাপের রেশ, সময়ের পর।

মুগ্ধ দৃষ্টি,
মিষ্টি স্বাদের একটি কথা,
চায়ের কাপের ফাঁকে ফাঁকে,
প্রেমের গল্প, হাসির কথা।

এমন স্নিগ্ধ শান্তি যে,
চায়ের সাথে মাতাল হয়,
মুঠোফোনে ছবির খোঁজে,
স্মৃতির মালা গাঁথা হয়।

চা শেষ হলে আসে হতাশা,
কিন্তু সময় গড়িয়ে যায়,
আরেক কাপ, আরেক গল্প,
জীবনের রঙে চা গায়।

চা নিয়ে এই কবিতা লিখলাম,
একটা কাপের জাদু ছড়াতে,
সঙ্গী হলে চা, মিষ্টি স্মৃতি,
জীবনের প্রতিটি দিন, সুখে কাটাতে।

Comments

    Please login to post comment. Login