Posts

গল্প

Murder Mystery গল্পঃ লাস্ট কেস শেষ পর্ব (Premium)

October 27, 2024

Salsabil Khushi

Original Author Salsabil Khushi

0
sold
কমল ১১৫ নম্বর পেইজ খুঁজে বের করলো।
দাদুর লেখা একটা কবিতা
কমল পড়তে শুরু করলো

দুঃখের শেষ


দক্ষিণ দুয়ার খুলে দেখিনু–
আলো –বায়ে ঝলমল করিছে এ ধরা,
আফসোস হইলো ভাবিয়া সহসা
কি এক অভাগা আমার উত্তরী সখা।
না দেখিলো আলো না পাইলো বায়ু
কষ্ট যাতনায় ফুরাইলো জীবন আয়ু।
উত্তরে বয়ে চলে টলমল এক ধারা
চারিধার তার ঘিরিয়া রাখিছে বৃক্ষ রাজের গোড়া।
নিজেরে সপিছে যে ধরার লাগি
সে ধরণী ডাকিছে তারে নালা।
তব মৃদ্যু বেগে বয়ে চলে সে
ভুলিয়া সকল বাঁধা,
কেউ তো রবে সকলের পদতলে
তবেই কেউ হবে খাঁড়া।

This is a premium post.

Comments

    Please login to post comment. Login