পোস্টস

চিন্তা

সাদাত হাসান মান্টো

১২ মে ২০২৪

মুশফিক আল আমিন

মূল লেখক মুশফিক আল আমিন

অনুবাদক প্রযোজ্য নয়

[ '... মেয়েটা ছিল মরা। একটা মরা মেয়ে মানুষের লাশ…একদম ঠান্ডা গোশত। আমার হাতটা একটু ধর, কালবন্ত।'
কালবন্ত কাউর নিজের হাত রাখে ইশেরের হাতের ওপর। বরফের চেয়েও ঠান্ডা সে হাত।]

গল্পের শেষ দুটি লাইন উপরের কোটেড অংশটি। গল্পের নাম " ঠান্ডা গোশত"। গল্পটা অশ্লীলতা ছড়াচ্ছে এই অপরাধে লেখক কে জেল খাটতে হয় এবং প্রকাশনা নিষিদ্ধ করা হয়। এই বিষয়ে উনার বক্তব্য "...যে সমাজ নিজেই উলংগ, তাকে নেংটো করার আমি কেউ নই....”। খুশবন্ত সিং যার সম্পর্কে বলেছেন―'মাস্টার স্টোরিটেলার।’ লন্ডনের ইন্ডিপেনডেন্ট পত্রিকার সম্পাদকীয় মতে - 'সারা দুনিয়ায় এখনও তাঁর কোনো সাহিত্য-প্রতিদ্বন্দ্বী হয় নি।’ সালমান রুশদি তাঁর সম্পর্কে বলেছেন - ’undisputed master of the modern Indian short story'

নিজের এপিটাফে তিনি লিখতে চেয়েছিলেন - ‘এখানে শায়িত সাদাত হাসান মান্টো। তাঁর সঙ্গে সমাহিত ছোটগল্প লেখার সব শৈলী আর রহস্য। মাটির গভীরে শুয়ে তিনি ভাবছেন, ছোটগল্পের বড় লেখক কে, তিনি না খোদা?’

৪২ বছরের অতি সংক্ষিপ্ত জীবন তাঁর। জন্ম ভারতের পাঞ্জাবের লুধিয়ানায় ১৯১২ সালে, আর মৃত্যু পাকিস্তানের লাহোরে ১৯৫৫ সালে।