Posts

বাংলা সাহিত্য

ইস্রাফিল আকন্দ রুদ্র'র কবিতা

May 12, 2024

ইস্রাফিল আকন্দ রুদ্র

Original Author ইস্রাফিল আকন্দ রুদ্র

257
View
আক্রোশের দোষ
🌿🌿
স্বতন্ত্র মন্ত্র কানের ডগায় সুড়সুড়ি খায়
হায়েনার আদলে ভেঙে যায় হালুম..
হুক্কা হুয়া, হুক্কা হুয়া সুরে শেয়াল খুন
হঠাৎ পাশে এসে দাঁড়ায় চতুর্থ বোন।

বিশ্বাসের অবিশ্বাসে নৈতিকতার দোষ-
পিপাসার দ্বন্দ্বে খাদের খাঁ খাঁ আক্রোশ!

ব্যথা
🌿🌿
নদী—তুমি কি ব্যথা বুঝো?
আমার ব্যথায় কেন তুমি কাঁদো?

তথাগত
🌿🌿
অমৃত মোড়কের আনন্দ রুখে-
কেঁদো না নদী তথাগত সম্যক দুঃখে।


আরাধনা 
🌿🌿
মাঠ পেরোলেই নদী— নদী সাঁতরে বেদী
বেদীতে উপাসক হয়ে নির্বিবাদে কাঁদি।


পিপাসা
🌿🌿
নদী খুঁজে পানি- পানিতে মিটবে না আশা;
বেদনার্ত প্রান্তরে তৃষ্ণার্ত ঠোঁটে তোমার পিপাসা।

এপিটাফের দুঃখ
🌿🌿
রণ কৌশলে সময়কে এপিটাফে আবদ্ধ-
ওহ্! বেঁচে আছো, বেঁচে থাকো/বাঁচো।
নখের পাটাতনে শুইয়ে রাখো আমার লাশ
কবর খুঁড়তে হবে না। কবর এ জীবনই।  

জাগো, জেগে দেখো কীভাবে মেরেছো-
হাত-পা বিহীন জগতকে। সময়কে।
নরম ভাত মাখা চাঁদকেও; কৌশলে।

রিকশার হুড ভেঙে সুদীর্ঘ ডুব দিয়েছো
দিনমান ধরে বড় আদরে সব মেরেছো..
 


নন্দিত নরক
🌿🌿
রঙিন ছবি শাদা দেয়ালে লেপ্টে আছে 
ওত পেতে তা দেখছে মনুষ্য শাবক-
নশ্বর জীবনে চুমুক দিয়ে স্মৃতিচারণ;
কর্পোরেট প্রেমের ফন্দিতে হয় অপমরণ।

জাহান্নামের দোরগোড়ায় পৌঁছে গেছে
হাত থেকে পা, পা থেকে মাথা...
নন্দিত নরকে কী এক দুর্বোধ্য জামানা!

রিজার্ভের বুঁদ মাখা বেদনা গুমরে কাঁদে
দিশাহীন দিশা খুঁজে সে নয়া গল্প ফাঁদে।


পূর্ণদৈর্ঘ্য শোকচিত্র
🌿🌿
রক্ত মুছে মাথা গুঁজে ঠাঁই দাঁড়িয়ে আছি-
ওষুধের চড়া মূল্যে অসুখ পালায়, হারায়..
নব্বই দশকের পায়ের পাতায় চলে যাই
কটমট করে মায়া গুছিয়ে দশক আগায়..

জাতিহীন নাট্যশালায় দর্শকের আবেদন
হাঁকডাক করছে; দেখবে আমার জীবন;
ন হন্যতে বিষণ্ণ চালচিত্রে শোক প্রদর্শন।

রিস্কি মৌসুমে অনাহুত এক প্রযোজনা 
দিকবিদিক সবদিক তার অদ্ভুত প্রচারণা।


বিস্ময় বিষময় সময়
 🌿🌿
থোকা থোকা ধুলো উড়িয়ে যায় বুনোফলের ঘ্রাণ..
লালশাকের রক্তে ভাসে নতমুখী প্রাণ
অলক্ষ্যে প্রসারণ-  ক্ষীণায়ু ভ্রমণ,
স্বচক্ষে প্রদর্শন- দীর্ঘায়ু অবগাহন।

ধাঁধা ভেঙে পরিচয় তল্লাসে আপাত ব্যর্থ-
সতর্কীকরণ বিজ্ঞপ্তিতেও কার্যকারিতা শূন্য।
নিরপরাধ প্রলয় পিশে উর্ধ্বমুখী প্রবণতায়-
ঘটে পরিচয়হীন পরিচয়; জুটে আশ্রয়হীন আশ্রয়। আহা! বিস্ময় বিষময় সময়।

Comments

    Please login to post comment. Login