গ্রামের নাম ছিল বটতলা। চারপাশে সবুজের সমারোহ আর ছোট্ট একটা নদী বয়ে যায় গ্রামের পাশ দিয়ে। এই বটতলার ছোট্ট পাড়ায় বাস করত রাজু, আর তার প্রিয় বন্ধু শিবু। তাদের বন্ধুত্বের গল্প সবার মুখে মুখে। তারা যেন একে অপরের পরিপূরক ছিল। একে অপরের বিপদে পড়লে ছুটে যেত, সুখ-দুঃখ ভাগাভাগি করত, আর সারাক্ষণ নানা রকম মজার কান্ড করে বেড়াত।