Posts

নিউজ

বাংলা একাডেমির সভাপতি হলেন আবুল কাসেম ফজলুল হক

October 27, 2024

নিউজ ফ্যাক্টরি

107
View

অধ্যাপক ও প্রাবন্ধিক আবুল কাসেম ফজলুল হক বাংলা একাডেমির নতুন সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন। সম্প্রতি সংস্কৃতি মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপন থেকে এই তথ্য পাওয়া গেছে।   

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার আগামী তিন বছরের জন্য তাকে বাংলা একাডেমির সভাপতির দায়িত্ব দিয়েছে। 

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক গণমাধ্যমে জানান, সোমবার (২৮ অক্টোবর) তিনি বাংলা একাডেমির সভাপতি হিসেবে যোগ দিতে পারেন।   

তিনি বলেন,‘আমি মনে করি যে উদ্দেশ্যে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়েছিল, সে উদ্দেশ্যেই এর কর্মকাণ্ড পরিচালিত হওয়া উচিত। এটি পাকিস্তান আমলে এবং বাংলাদেশ হওয়ার পরও কাজ করেছে। অবশ্য এর কর্মকাণ্ডে কিছু সংকীর্ণতা তৈরি হয়েছে। প্রতিষ্ঠানটি স্থাপনের উদ্দেশ্য মাথায় রাখা প্রয়োজন। একই সঙ্গে একে সর্বজনীন করার চেষ্টা থাকতে হবে।’ 

৮৪ বছর বয়সী আবুল কাসেম ফজলুল হক দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনা করেছেন। তিনি ‘সুন্দরম’ ও ‘লোকায়ত’ নামে দুটি সাময়িকপত্রের সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ২০টির বেশি বই প্রকাশ করেছেন। তার উল্লেখযোগ্য বইগুলো হলো, ‘একুশে ফেব্রুয়ারি আন্দোলন’, ‘রাজনীতি দর্শন’, ‘সাহিত্য চিন্তা’, ‘সংস্কৃতির সহজ কথা’। ১৯৮১ সালে গুণী এই অধ্যাপক বাংলা একাডেমি পুরস্কার পান। 

Comments

    Please login to post comment. Login