আমার সকল দুঃখে যিনি মুখ লুকিয়ে কাঁদতে থাকেন
না খেলে যার হয় না খাওয়া, বারেবারে সাধতে থাকেন
অসুখ হলে না ঘুমিয়ে আমার সেবা করতে থাকেন
বিপদ এলে নিজকে রেখে আমায় যিনি ধরতে থাকেন।
মুখের দিকে চেয়েই যিনি মনের কথা বুঝতে পারেন
আমার পাওয়ার মধ্যে নিজের সব পাওয়াকে খুঁজতে পারেন
আমার সুখে গুনগুনিয়ে সুখের গানও গাইতে পারেন
রবের কাছে আমায় নিয়ে হাজার চাওয়া চাইতে পারেন।
আমার সকল চাওয়ার কাছে খুব সহজেই গলতে পারেন
মায়ের কথা বলছি আমি, খুব বোকা মেয়ে বলতে পারেন
আমায় নিজের সবটা দিয়ে আনন্দে খুব হাসতে পারেন
”ভালোবাসি” না বলেও ভালো তিনি বাসতে পারেন।
না খেলে যার হয় না খাওয়া, বারেবারে সাধতে থাকেন
অসুখ হলে না ঘুমিয়ে আমার সেবা করতে থাকেন
বিপদ এলে নিজকে রেখে আমায় যিনি ধরতে থাকেন।
মুখের দিকে চেয়েই যিনি মনের কথা বুঝতে পারেন
আমার পাওয়ার মধ্যে নিজের সব পাওয়াকে খুঁজতে পারেন
আমার সুখে গুনগুনিয়ে সুখের গানও গাইতে পারেন
রবের কাছে আমায় নিয়ে হাজার চাওয়া চাইতে পারেন।
আমার সকল চাওয়ার কাছে খুব সহজেই গলতে পারেন
মায়ের কথা বলছি আমি, খুব বোকা মেয়ে বলতে পারেন
আমায় নিজের সবটা দিয়ে আনন্দে খুব হাসতে পারেন
”ভালোবাসি” না বলেও ভালো তিনি বাসতে পারেন।