আমি জয়নাল চাচার দৃষ্টি অনুসরণ করে তাকালাম; ছোট ছোট পা ফেলে মৌন্ময়ী আমার দিকে এগিয়ে আসছে, ওর পরনে আসমান-রঙা শাড়ি। দূর থেকে কী অদ্ভুত সুন্দরই না লাগছে ওকে। মনে হচ্ছে আকাশের সমস্ত নীল নিয়ে সুনীল সমুদ্র ছোট ছোট ঢেউ তুলে আমার দিকে এগিয়ে আসছে। আর একটু সময় পরেই সেই ঢেউ এসে শান্ত হয়ে আমার বুকে আছড়ে পড়বে। আমি টের পেলাম আমার শার্টের বাম-বুকপকেটের নিচে হঠাৎ করেই ধুকধুকানি শব্দটা বেড়ে গেছে!