ব্রিটিশ উপন্যাসিক ও কবি পল বেইলি ৮৭ বছর বয়সে মারা গেছেন। তার এজেন্ট ম্যাথিউ মারল্যান্ড জানিয়েছেন, রোববার (২৭ অক্টোবর) লন্ডনে নিজ বাড়িতে মারা যান প্রখ্যাত এই লেখক।
বুকার প্রাইজের শর্টলিস্ট বা সংক্ষিপ্ত তালিকায় দুইবার জায়গা পেয়েছিলেন পল বেইলি। তিনি তার উপন্যাস ‘অ্যাট দ্য জেরুজালেম’, ‘পিটার স্মার্টস কনফেশনস’ এবং 'গ্যাব্রিয়েলস ল্যামেন্ট' এর জন্য সর্বাধিক পরিচিত ছিলেন।
লন্ডনের বাসিন্দা বেইলি সেন্ট্রাল স্কুল অব স্পিচ অ্যান্ড ড্রামায় লেখাপড়া করেন। এরপর তিনি অভিনেতা হিসেবে ক্যারিয়ার শুরু করেন। ১৯৬৭ সালে তিনি প্রথম উপন্যাস ‘অ্যাট দ্য জেরুজালেম’ প্রকাশ করেন।
১৯৭৭ সালে তার লেখা পিটার স্মার্টস কনফেশনস উপন্যাসটি মর্যাদাবান সাহিত্য পুরস্কার বুকারের চূড়ান্ত তালিকাভুক্ত ছিল। ১৯৮৭ সালে প্রকাশিত গ্যাব্রিয়েলস ল্যামেন্টের জন্য আবার তিনি বুকারের ফাইনালিস্টদের অন্তর্ভুক্ত হন। গ্যাব্রিয়েলস ল্যামেন্ট তার সবচেয়ে বিখ্যাত বইগুলোর মধ্যে একটি।
এদিকে বেইলির ভক্তরা সোশ্যাল মিডিয়ায় তাকে শ্রদ্ধা জানিয়েছেন। লেখক জন সেলফ এক্সে লিখেছেন, ‘৮৭ বছর বয়সে পল বেইলির মৃত্যুর কথা শুনে অত্যন্ত দুঃখ পেয়েছি। গত এক বছরে তার স্মৃতিকথা এবং উপন্যাসগুলো বারবার পড়েছি। এটি আমার জন্য খুব আনন্দের সময় ছিল।’
তার মৃত্যুতে শোক প্রকাশ করে এজেন্ট ম্যাথিউ মারল্যান্ড বলেছেন, ‘আরসিডব্লিউ লিটারারি এজেন্সির সবচেয়ে প্রিয় লেখকদের একজন ছিলেন পল বেইলি। আমরা সবাই তাকে খুব মিস করব।'
প্রসঙ্গত, আরসিডব্লিউ লিটারারি এজেন্সি হলো লন্ডনভিত্তিক একটি সাহিত্য সংস্থা। এটি সারা বিশ্বের বিভিন্ন ধরনের বেস্টসেলিং বই এবং পুরস্কার বিজয়ী আন্তর্জাতিক লেখকদের প্রতিনিধিত্ব করে। এছাড়া নতুন লেখকদের আবিস্কার করার ক্ষেত্রে এই সংস্থার অতুলনীয় খ্যাতি রয়েছে।
সূত্র: দ্য গার্ডিয়ান