Posts

কবিতা

গরম বাজার (Premium)

October 29, 2024

Polash Afzal

Original Author পলাশ আফজাল

0
sold
গরম বাজার
- পলাশ আফজাল

বেগুনে লেগেছে আগুন
পুড়ে যেন ছাই।
দেড়শত টাকা লতার কেজি
কেমনে লতা খাই!

একশত টাকা মুলার কেজি
বাজারে লাগে ভয়।
কাচা মরিচে এতোই ঝাল
কেমনে থাকি তয়।

ডিম এখন আর ডিম নয়
এগ হয়ে গেছে।
তবুও যেতে হলো হেতায়
কোন মতে কাছে।

মাছের বাজারে গিয়ে
মাথা করলো হ্যাক।
পাশে থাকা লোকটা বলে
জায়গা টা হাইটুজ্যাক।

চিন্তা ভাবনায় কাতর আমি
আসিলাম কোন দেশে।
মুরব্বি বলে ভাতিজা তুমি
আছ আমরিকার পাশে।

এতো দূর এসেছি যখন
তইলে ইলিশ লই।
ইলিশের দাম শুনে বুকে
ফুটতে লাগলো খই।

এজনমে ইলিশ কি আর
পড়িবে আমাদের পাতে?
কোন মতে জীবিকা চলুক
শাক সবজি ভাতে।

This is a premium post.

Comments

    Please login to post comment. Login