Posts

কবিতা

বৈষম্য (Premium)

October 29, 2024

মোঃ ফিরোজ আহমেদ বাবলা

0
sold
বৈষম্য করলেই বিরোধী হয়

গড়তে চায় নিজের মত।

কারো টা ভালো লাগে না

এ জন্যই জট এত।



বৈষম্য করলেই মন মানে না

সবাই নিজের মত চলি,

কাকে মানিব প্রিয় নেতা

সুবিচার আজ পাঠার বলি।



বৈষম্য আছে বলে, রয়েল ইনফিল্ড কেনার ভীর

কেহ আবার চাল ডাল কিনতে

হয়ে আছে অস্থির।



বৈষম্য আছে বলেই গরীব আর ধনী

তবে এত দুরত্ব

হচ্ছে কানাকানি।



বৈষম্যে নুয়ে পড়ে নৈতিকতার মান

সকল বৈষম্য দূরীভুত হোক,

হাসিখুশি থাকুক সকল প্রাণ।

This is a premium post.

Comments

    Please login to post comment. Login