পরম শান্তি দেহে নেই,
শান্তি নেই মনে
অশান্তির জন্য মরন খোজে
শান্তি কোন খানে।
পরম শান্তি কোথাও নেই,
কৃত্রিম শান্তি মনে,
সবখানে অশান্তির আগুন
জ্বলছে ক্ষনে ক্ষনে।
বাইরে থেকে সবাই সুখি,
শান্তি নেই অন্তর তনে,
সর্ব অন্তরে অশান্তির জোয়ার,
যার মন সেই জানে।
This is a premium post.