Posts

নিউজ

টেলর জেনকিন্স রিডের নতুন উপন্যাস 'অ্যাটমোস্ফিয়ার'

October 30, 2024

নিউজ ফ্যাক্টরি

65
View

মার্কিন লেখক টেলর জেনকিন্স রিড তার নতুন উপন্যাসের জন্য মহাকাশকে বেছে নিয়েছেন। ‘অ্যাটমোস্ফিয়ার: অ্যা লাভ স্টোরি’ নামের উপন্যাসটি আগামি বছর প্রকাশ করবে ব্যালান্টাইন বুকস।  

প্রকাশনা সংস্থাটি জানিয়েছে,  অ্যাটমোস্ফিয়ার ১৯৮০ এর দশকের স্পেস শাটল প্রোগ্রামের পটভূমিতে লেখা একটি মহাকাব্যিক উপন্যাস। এটি একটি রোমান্টিক উপন্যাস।   

এদিকে রিড তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের একটি পোস্টে জানিয়েছেন, অ্যাটমোস্ফিয়ার উপন্যাসটি হিউস্টনের রাইস ইউনিভার্সিটির পদার্থবিজ্ঞান এবং জ্যোতির্বিদ্যার অধ্যাপক জোয়ান গুডউইনকে কেন্দ্র করে লেখা হবে। তিনি নাসার মহাকাশচারী হিসাবে প্রশিক্ষণ শুরু করেন এবং তার সহকর্মীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করেন।  

৪০ বছর বয়সী এই লেখক এক বিবৃতিতে বলেন, ‘আমার নতুন বই, অ্যাটমোস্ফিয়ার সম্পর্কে পাঠকদের সঙ্গে শেয়ার করতে পেরে আমি খুব আনন্দিত। আমি দীর্ঘদিন ধরে একটি রোমান্টিক প্রেমের গল্প বলতে চেয়েছিলাম। এরপর জ্যোতির্বিজ্ঞানী জোয়ান গুডউইনের চরিত্রটি আমার মাথায় আসে। আমি বুঝতে পারি, আমি আমার পথ খুঁজে পেয়েছি।’

অ্যাটমোস্ফিয়ার: অ্যা লাভ স্টোরি ২০২৫ সালের ৩ জুন প্রকাশিত হবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, টেলর জেনকিন্স রিড ১৯৮৩ সালে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে জন্মগ্রহণ করেন। তিনি তার উপন্যাস ‘দ্য সেভেন হাজব্যান্ডস অব ইভলিন হুগো’, ‘ডেইজি জোন্স অ্যান্ড দ্য সিক্স’, ‘ওয়ান ট্রু লাভস’, ‘মালিবু রাইজিং’ এবং ‘ক্যারি সোটো ইজ ব্যাক’ এর জন্য সর্বাধিক পরিচিত। তার বেশিরভাগ বই নিউইয়র্ক টাইমসের বেস্টসেলার তালিকার শীর্ষে ছিল। 

সূত্র: কিরকাস     

Comments

    Please login to post comment. Login