Posts

কবিতা

মনে পড়ে খুব তোমাকে (Premium)

October 31, 2024

মোঃ ফিরোজ আহমেদ বাবলা

0
sold
মনে পড়ে খুব তোমাকে

তোমার অনুভতি তোমার ভালোবাসা।

অনেক দুরে চলে গেছ

আছে কিছু সেই টুকু শেষ ভরসা।



মনে পড়ে খুব তোমাকে

যেখানে তুমি থাক

তোমার ভালোবাসা আমার সাথে

যতই দুরে রাখ।



মনে পড়ে তোমার স্মৃতি

সোনালী ছিল দিন

তোমার ভালোবাসায় বেচে আছি

যতই বাজুক করুন বীন।



মনে পড়ে খুব তোমাকে কেমন তুমি আছ

আমার অনুভুতি কি তোমায় দেলায়

যদিও অন্যকে এখন ভালোবাস।



মনে পড়ে খুব তোমাকে

সেখানে তুমি থাক

তোমার স্মৃতি মনস্পটে

তোমায় ভালোবাসি যতই দুরে রাখ।

This is a premium post.

Comments

    Please login to post comment. Login