Posts

নিউজ

ইসরায়েলি সাংস্কৃতিক প্রতিষ্ঠান বয়কটের আহ্বান অরুন্ধতী, স্যালি রুনি, র‍্যাচেল কুশনারের

October 31, 2024

নিউজ ফ্যাক্টরি

71
View

অরুন্ধতী রায়, স্যালি রুনি, র‍্যাচেল কুশনারসহ ১ হাজারের বেশি লেখক এবং প্রকাশনা সংস্থার কর্মকর্তারা ইসরায়েলি সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোকে বয়কটের আহ্বান জানিয়েছেন। গাজা উপত্যকায় চলমান যুদ্ধের সঙ্গে যারা জড়িত এবং যারা মানবতাবিরোধী এই যুদ্ধে নীরব থেকেছে তাদের বয়কট করার আহ্বান জানিয়ে করা একটি চিঠিতে স্বাক্ষর করেছেন তারা।  

Comments

    Please login to post comment. Login