Posts

কবিতা

বাসিয়া নদীতে একটি দোয়েল

November 1, 2024

মোহাম্মদ বিলাল

বাসিয়া নদীতে একটি দোয়েল    

মোহাম্মদ বিলাল

একটি দোয়েল

বাসিয়ার তীর ধরে

           কেমন খলখল

            হাঁটে

           সকাল-দুপুর 

যেন আমার বুকে বাসিয়া হাঁটে

          সকাল-দুপুর যায়

           সন্ধ্যায় 

একটি দোয়েল মৃত পড়ে রয়

বাসিয়ার তীরে 

        বাসিয়া একটি খরস্রোতা নদী

 কিশোরীরর মত খলখল করে

দোয়েলের মৃত্যুতে পরোয়া করে না!

Comments

    Please login to post comment. Login