Posts

নিউজ

পাঠ্যবই থেকে বাদ পড়ছে জাফর ইকবালের লেখা

November 1, 2024

নিউজ ফ্যাক্টরি

অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবালের লেখা গল্প-প্রবন্ধ স্কুল, কলেজের বিভিন্ন শ্রেণীর পাঠ্যবই থেকে পুরোপুরি বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। সম্প্রতি এনসিটিবির সম্পাদনা শাখা সূত্রে এই তথ্য পাওয়া গেছে।  

মুহাম্মদ জাফর ইকবাল আওয়ামী লীগের শাসনামলে পাঠ্যবই রচনা ও সম্পাদনায় যুক্ত ছিলেন। তার একাধিক গল্প-প্রবন্ধ বিভিন্ন শ্রেণীর পাঠ্যবইয়ে স্থান পেয়েছিল। তিনি অনেক বইয়ের সম্পাদনার সঙ্গেও যুক্ত ছিলেন।  

একাদশ শ্রেণীর বাংলা বইয়ে মুহাম্মদ জাফর ইকবালের লেখা ‘মহাজাগতিক কিউরেটর’ বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে বিভিন্ন শ্রেণীর বিজ্ঞান বিষয়ক সব বই থেকে তার লেখা বাদ পড়ছে। 

এদিকে পাঠ্যবই পরিমার্জন সমন্বয় কমিটির সদস্য রাখাল রাহা বলেছেন, যে কোনো সরকার পরিবর্তনের পর পাঠ্যবইয়ে পরিবর্তন আসা স্বাভাবিক। সময়ের সঙ্গে পরিমার্জনে অনেক কিছুই বাদ দেওয়া হয়। এবার যেহেতু ছাত্রজনতার গণঅভ্যুত্থান হয়েছে ফলে স্বাভাবিকভাবেই পরিবর্তন আসবে।

শিক্ষা বিষয়ক এ গবেষক জানান, অন্তর্বর্তী সরকার নতুন কোনো বই করছে না। কেবল ২০১২ সালের প্রণীত কারিকুলামের বইগুলোর সর্বশেষ সংস্করণ পরিমার্জন করা হচ্ছে।

উল্লেখ্য, পাঠ্যবইয়ের অতিরঞ্জিত ইতিহাস বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। পাশাপাশি ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধে যার যতটুকু অবদান রয়েছে, তা সঠিকভাবে তুলে ধরারও উদ্যোগ নিয়েছে। এই প্রকল্পের অংশ হিসবে পাঠ্যবই থেকে বাদ যাচ্ছে জাফর ইকবালের লেখা।    

Comments

    Please login to post comment. Login