পোস্টস

বাংলা সাহিত্য

বাবা আমায় তোমার চরণে রেখো (শিবের গান)

২ নভেম্বর ২০২৪

অর্ঘ্যদীপ চক্রবর্তী

মূল লেখক অর্ঘ্যদীপ চক্রবর্তী

বাবা আমায় তোমার চরণে রেখো ||
চরণে রেখো আমায় ভুলো না যেন
ভুললে পরে দুঃখ পাব ||

ছেলে থাকবে বাবার পায়ে
কত সুন্দর দেখতে লাগবে ||
তার মনের আশা পূরণ কোরো
ভুলো না হে পিনাকী ||

বাবা আমার অল্পে খুশী
তাই বাবাকে ভালোবাসি ||
তবু কাঁপি থরথর করে
বাবার রণনৃত্য দেখলে ||

--- অর্ঘ্যদীপ চক্রবর্তী