Posts

বাংলা সাহিত্য

মন তুমি শুধু শিব বলো (শিবের গান)

November 2, 2024

অর্ঘ্যদীপ চক্রবর্তী

Original Author অর্ঘ্যদীপ চক্রবর্তী

45
View

মন তুমি শুধু শিব বলো
মন তুমি শুধু শিব বলো,
শিব বলে বলে পাগল হয়ে
শিবের কাছে যাও চলে।।

যিনি ত্রিভুবনের রাজা 
জন্ম মৃত্যু হাতে যাঁর,
মন সদা করো ধ্যান তাঁর
সদা করো তাঁর সাধনা।।

ভোলাবাবা মহেশ্বর
মহাবিশ্বের প্রভু,
মন তুমি সেই ঈশ্বরের
করতে থাকো ধ্যান শুধু।।

মন তুমি নাম গাও
মহাদেবের নাম গাও,
সে রুদ্র শিব মহাকাল
বড়ই ভক্তবৎসল।।

'বম বম' বলে বলে
যাও মন পাগল হয়ে,
ক্ষতি নেই কিছু পাগল হলে
শিবের আশিস ঠিকই পাবে।।

বলো মন জয় উমাপতি
বলো মন জয় কৈলাসপতি,
বলো মন জয় শিব শঙ্কর
বলো মন জয় গঙ্গাধর।।

--- অর্ঘ্যদীপ চক্রবর্তী
২/১১/২০২৪

 

Comments

    Please login to post comment. Login