Posts

নিউজ

যুক্তরাষ্ট্রের সবচেয়ে নিষিদ্ধ বই ‘নাইনটিন মিনিটস’

November 2, 2024

নিউজ ফ্যাক্টরি

মার্কিন যুক্তরাষ্ট্রের স্কুলগুলোতে ২০২৩ -২০২৪ শিক্ষাবর্ষে সবচেয়ে নিষিদ্ধ বই ছিল জোডি পিকোল্টের ‘নাইনটিন মিনিটস’ উপন্যাসটি। সম্প্রতি পেন আমেরিকা প্রকাশিত এক প্রতিবেদন হতে এই তথ্য পাওয়া গেছে।  

পিকোল্টের এই উপন্যাসটি ২০০৭ সালে প্রকাশিত হয়। যুক্তরাষ্ট্রের একটি স্কুলে বন্দুকধারীর হামলার ঘটনা নিয়ে বইটি লিখেছেন তিনি। এটি যুক্তরাষ্ট্রজুড়ে ৫০টিরও বেশি স্কুলে নিষিদ্ধ করা হয়েছে।  

এছাড়া নিষিদ্ধের তালিকায় ছিল জন গ্রিনের ‘লুকিং ফর আলাস্কা’, স্টিফেন চবোস্কির ‘দ্য পার্কস অব বিয়িং এ ওয়ালফ্লাওয়ার’, প্যাট্রিসিয়া ম্যাককর্মিকের ‘সোল্ড’ এবং জে অ্যাশারের ‘থার্টিন রিজনস হোয়াই’।     

জোডি পিকোল্ট এক বিবৃতিতে বই নিষিদ্ধের বিপদ সম্পর্কে সতর্ক করেছেন। তিনি বলেছেন, ‘আমার লেখা নাইনটিন মিনিটস উপন্যাসটি দেশের সবচেয়ে নিষিদ্ধ বই হিসেবে পরিচিতি পেয়েছে। এটি কোনো সম্মানের বিষয় নয়। চলতি বছর আমার বইসহ আরও হাজার হাজার বই স্কুলগুলোর লাইব্রেরিতে নিষিদ্ধ করা হয়েছে। বই নিষিদ্ধ না করে ক্রমবর্ধমান বিভক্ত এবং কঠিন বিশ্বের সঙ্গে মোকাবিলা করার জন্য শিশুদের একটি হাতিয়ার দিন। বই নিষিদ্ধ করার মাধ্যমে শিশুদের সাহায্য করা হচ্ছে না বরং তাদের ক্ষতির সম্মুখীন করা হচ্ছে।’      

এদিকে পেন  আমেরিকা জানিয়েছে, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে পাবলিক স্কুলগুলোতে ১০ হাজার ৪৬টি বই নিষিদ্ধ করা হয়েছে। আগের বছরের তুলনায় এই সংখ্যা অনেক বেশি ছিল। মূলত সমকামিতা, বর্ণবাদের উপর ভিত্তি করে লেখা বইগুলো সবচেয়ে বেশি নিষিদ্ধ হয়েছে।

সূত্র: কিরকাস 

Comments

    Please login to post comment. Login