Posts

কবিতা

একটা বাড়ির স্বপ্ন

November 3, 2024

সুকান্ত সোম

44
View

একটা স্বপ্ন ছিল 

ভাবছেন অনেক বড়! 

না তেমন কিছু নয়।

 ছোট্ট একটা চাকুরী পেলেই হয়

 তারপর একটা বাড়ি বানাবো।

 একটা বাড়ির স্বপ্ন।

 হাসলেন যে! ভাবছেন এতো কিছু থাকতে বাড়ির স্বপ্ন?

 ভাঙ্গা চালের দুটো রুমের যে বাড়িটি বাবার ছিল গাদাগাদি করে থাকতে হতো,

অনেক গুলো ভাইবোন ছিল সেদিন থেকেই স্বপ্ন ছিল,

 একটা বাড়ি বানাবো।

 স্রষ্টারো বুঝি সেই রকম ইচ্ছে তিনি সহায় ছিলেন,

 চাকুরি একখান জুটিয়ে দিলেন এবার তবে বাড়ির পালা

 কষ্ট হতো বেশ,

 তবুও টাকা জমাতাম আনন্দে আনন্দে

 কিছু কিছু জিনিস কিনে রাখতাম একটা বাড়ি বানাবো,

 অনেক দিনের স্বপ্ন 

যাক বাবা বাড়ির যেদিন পত্তন হল মনে, মনে সে কি যে আনন্দ,

 কিযে সুখ কাউকে বলে বোঝানো যাবে না। 

তিলে তিলে গড়ে উঠতে লাগলো আমার বাড়ি

 আমার স্বপ্নের বাড়ি।

 যেই দেখে সেই বলে বাহ! আব্দুল ;বাড়ি তো বানাচ্ছো জোস।

 সে কথা বলতাম আমি এই আপনাদের দোয়া 

অথচ মনে কিযে সুখ তা কাউকে বলে বোঝানো যাবেনা।

 দিন যায় বাড়ি গড়ে ওঠে স্বপ্ন দিনে দিনে সত্যি হয়ে যায়।

 যেদিন ঘুমাতে যাবো নিজের ঘরে, নিজের বাড়িতে ঘুম যে আর ধরে না, 

স্বপ্ন পুরনের আনন্দে ঘুম যে আর আসেনা।

 তারপর আর স্বপ্ন দেখিনা, আমার আর স্বপ্ন নেই।

 স্বপ্ন গড়ে উঠেছে, 

কিন্তু আগের মত আর সুখ পায়না 

স্বপ্ন গড়ে তোলার সুখ আর পাইনা। 

স্বপ্ন শেষ, সুখও শেষ। 

Comments

    Please login to post comment. Login