Posts

কবিতা

কবিতাঃ পুঁজি

November 3, 2024

Salsabil Khushi

Original Author Salsabil Khushi

50
View

জীবন চলতে বুঝি অনেক পুঁজি লাগে!
আমিও পুঁজি করেছি অনেক 
মায়ের অনুপ্রেরণা,  চোখের জল,  মুখের কথা
পুঁজি করেছি বাবার আদুরে কণ্ঠের ডাক, 'মা'। 
পুঁজি করেছি প্রিয় বন্ধুর সহচার্যের শত মূহুর্তে 
জমিয়েছি কতো স্মৃতি কতো কথার লহরে। 
পুঁজি করেছি দাদার গল্প, দাদুর আদর
পুঁজি করেছি নানুর হাসি, নানার দরদ।
পাড় ভাঙ্গা নদীর তীরে কৃষকের ফসল চাষ দেখে
আমি পুঁজি করেছি সাহস। 
জমাট বাঁধা কুয়াশায় যাত্রী ভরা নৌকায় যাত্রা–
আমায় ভরসা দিয়েছে। 
এতো কিছুর পরেও–
হতাশ পথিকের পথ দেখিয়েছে নবীর সিরাত 
পুঁজি করেছি অবিনশ্বর আশার বানী। 
কেউ না থাকুক আল্লাহ আছেন মেনেছি প্রানপন।
আর কতো পুঁজি চাই, আর কতো চাই ধন 
ছোট্ট এ জীবন চালাতে কতো আর চাই পন !

Comments

    Please login to post comment. Login