শুরু হয়েছিল জীবনের যাত্রা,
তোমাদের হাত ধরে;
প্রথম আলোর ছোঁয়া পেলাম,
তোমাদের স্নেহের স্পর্শে।
তোমরা আছো আকাশের তারা,
আমার হৃদয়ের প্রতিটি বাঁকে;
তোমাদের ছাড়া জীবন শূন্যতা,
তোমাদের ছায়াতেই বেঁচে থাকার পাঠ।
বাবা তুমি আমার বটগাছ,
মা তুমি মমতার নদী;
তোমাদের ভালোবাসায় পূর্ণতা পাই,
তোমরা আছো জীবনের প্রতিটি পথে।
শেষে—
তোমাদের ভালোবাসায় লুকিয়ে জীবন,
তোমরা আমার প্রথম ও শেষ ঠিকানা,
চিরকাল থেকো আমার অন্তরে,
আমার বাবা-মা, আমার সকল সুখের উৎস।