পোস্টস

নিউজ

‘ডেসপারেটলি সিকিং শাহ রুখ’: কীভাবে ভারতীয় নারীদের প্রভাবিত করেছেন কিং খান

৩ নভেম্বর ২০২৪

নিউজ ফ্যাক্টরি

বলিউড বাদশা শাহরুখ খানকে নিয়ে লেখা বই ‘ডেসপারেটলি সিকিং শাহ রুখ’। অর্থনীতিবিদ শ্রয়না ভট্টাচার্যের লেখা এই বইতে ভারতীয় নারীদের ওপর কিং খানের প্রভাবের বিষয়ে আলোকপাত করা হয়েছে। শ্রেণী,ধর্ম,বর্ণ নির্বিশেষে তিনি কীভাবে ভারতীয় নারীদের প্রভাবিত করেছেন বইটির মাধ্যমে তা তুলে ধরেছেন লেখক। 

নারীবাদী এই লেখক নিজেও শাহরুখ খানের ভক্ত। তিনি প্রায় ২০ বছর ধরে বিভিন্ন সময় বিভিন্নভাবে উত্তর ভারতের নারীদের সাথে জনপ্রিয় এই নায়কের ব্যাপারে আলাপ করেছেন। 

এসব নারীদের মধ্যে হিন্দু, মুসলিম, খ্রীষ্টানসহ সব ধর্মের বিবাহিত-অবিবাহিত নারীরা রয়েছেন। এদের মধ্যে শ্রমজীবী অনেক নারীও রয়েছেন। কেউ পারিবারিক জীবনে সুখী, কেউ অসুখী। কিন্তু সবাই শাহরুখ খানের ভক্ত।

১৯৯০ এর দশকে বলিউডে শাহরুখ খানের আগমন ঘটে। শ্রয়না ভট্টাচার্য জানান, তিনি সেই সময়ের নারীদের গল্প বলতে চেয়েছেন। কিং খান কীভাবে এসব নারীদের মিত্র হিসেবে হাজির হয়েছিলেন তা তুলে ধরতে চেয়েছেন।

শাহরুখ খান যেমন কষ্ট পেলে কাঁদেন, তেমনি প্রেমিকার প্রতি ভালোবাসা প্রকাশেও তার কোন সংকোচ নেই। তার অভিনীত বেশিরভাগ চরিত্রের মধ্যেই টক্সিক মাসকুলিনিটি দেখতে পাওয়া যায় না। আর এই কারণেই নারীরা তার প্রতি বেশি আকৃষ্ট হন।

কিং খানের ভক্ত এসব নারীদের আকাঙ্ক্ষা আরো বেশি পুরুষ যেন শাহরুখ খানের মত হয়। জীবনসঙ্গী হিসেবে তারা শাহরুখ খানের মতই নারীর প্রতি সহানুভূতিশীল, বিবেচক একজন পুরুষ কামনা করেন। ডেসপারেটলি সিকিং শাহ রুখ ২০২১ সালের ১১ নভেম্বর প্রকাশিত হয়।

সূত্র: হিন্দুস্তান টাইমস, বিবিসি