Posts

চিন্তা

ভাষাশিক্ষা (Premium)

November 4, 2024

চিত্রগুপ্ত

ভাষা শিক্ষা

মাতৃভাষা হোক কিনবা টার্গেটেড বিদেশি যে ভাষায় আপনি শিখতে চান, আপনি কিছু বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে।

১। আপনার শিখন ভাষার প্রতি ভালোবাসা থাকতে হবে।
২। আপনার ভাষা শিখা ও জানার প্রতি প্রবল আগ্রহ থাকতে হবে।
৩। শিখন ভাষার উপড় কিছু হার্ডকাভার বই কিনতে হবে।
৪। বই পড়তে হবে আগ্রহ নিয়ে।
৫। আপনাকে অন্তত একজন শিক্ষকের শরণাপন্ন হতে হবে।
(যিনি নিজে ঐ ভাষাটি লিখতে, বলতে, পড়তে ও শুনে বুঝতে পারে। যিনি শিখনভাষা ব্যবহার করতে গিয়ে ঘেমে যান, তার কাছ থেকে দূরে থাকতে হবে।)
৬। নিয়মিত লিখতে হবে এবং শুদ্ধভাবে বলার চর্চা করতে হবে।
৭। বিদেশি ভাষা হলে, পড়ার কোন বিকল্প নেই। তবে নিয়মিত ঐ ভাষায় নির্মিত সিনেমা, নাটক, খবর, পডকাস্ট ইত্যাদি দেখতে হবে।

যা এড়িয়ে চলতে হবে

১। শর্টকাট রাস্তা পরিহার করতে হবে। ভাষা শিখার কোন শর্টকার্ট রাস্তা নেই। কারণ ভাষা শিখার কোন শেষ নেই।
২। অনলাইন ক্লাস যথাসম্ভব এড়িয়ে চলা।
৩। হাতুড়ি শিক্ষক বা গুরু এড়িয়ে চলা।
৪। জমকালো বিষয় পরিহার করা। ভাষা শিক্ষাটা হতে হয় নীরবে নিভৃতে।

ধন্যবাদ,,,,,আপনার মতামত কমেন্টে উল্লেখ করুন

This is a premium post.

Comments

    Please login to post comment. Login