বুদ্ধিকদের শীতনিদ্রা
১। যাজক মোল্লা পুরোহিত মূখে এঁটেছে ক্লিপ
পুঁচকে চুকরা মূর্খেরা ধর্মের কলে করছে হিপহিপ।
মনুষ্য জিহ্বাগ্রে নখে নাকে মূখে লেগেছে মনুষ্য রক্ত
আচরণে হায়না ব্যাঘ্র শিয়াল রূপ ধরেছে মনুষ্য পোক্ত।
২। আমি মানুষ তুই জানুয়ার
তুই জানুয়ার আমি মানুষ।
৩। বুদ্ধিবল হয়েছে এখন দুর্বলেরই চিহ্ন
বুদ্ধজীবীরা হয়েছে এখন হেন ছিন্নভিন্ন
মূর্খেরা বিলাচ্ছে জ্ঞাণ
জ্ঞাণীরা তা কিনছে।
This is a premium post.