চারদিকে অথৈ জলরাশি
স্বর্পীলাকরে ঘিরে রেখেছ আমাদের সহস্র বছর ধরে
চতুষ্কোণে আশাহীন দিগন্ত
সহস্র বছর বিরতিতে উল্কাপিণ্ডের আলো চোখে পড়ে
তবুও আমরা ভেসে বেড়াই মহাকালের স্রোতে।
এই বেড়ীবাঁধের পাড়ে
দাদিরা এসেছেন চলেও গিয়েছে স্বর্প পেটে
মায়েরা এসেছেন চলেও গিয়েছেন স্বর্প পেটে
প্রেমেপূর্ণ বউয়েরা এসেছেন চলেও যাবেন স্বর্প পেটে
কি দেখেছেন কি পেয়েছেন বিষাক্ত স্বর্প দংশন ছাড়া!
মায়ের মূখখানি ভেসে উঠে তাকাই যখন মেয়ের মূখপানে
অজানা ভয়ে শিউরে উঠি সেও যাবে কোন এক স্বর্প পেটে
তবুও আশায় বসি আমি নতুন কোন বেড়ীবাঁধে
ক্ষণকালে আবার শিউরে উঠি অজানা কোন ভয়ে।