Posts

কবিতা

বেড়ীবাধ (Premium)

November 4, 2024

চিত্রগুপ্ত

#কবিতা

সহস্র বছরের বেড়ীবাঁধ

চারদিকে অথৈ জলরাশি
স্বর্পীলাকরে ঘিরে রেখেছ আমাদের সহস্র বছর ধরে
চতুষ্কোণে আশাহীন দিগন্ত
সহস্র বছর বিরতিতে উল্কাপিণ্ডের আলো চোখে পড়ে
তবুও আমরা ভেসে বেড়াই মহাকালের স্রোতে।

কত-শত-হাজার-কোটি বাঁধ গড়েছি দিগন্তহীন অথৈ জলে
চলেও গিয়েছ স্বর্পভোগে চোখের পলকে
হয়েছি আশাহত, বেঁধেছি বুক নতুন সম্ভাবনার তরীর পালে
ডুবেছে তরী ডুবেছে মাঝি ডুবেছে শত স্বপ্ন।

এই বেড়ীবাঁধের পাড়ে
দাদিরা এসেছেন চলেও গিয়েছে স্বর্প পেটে
মায়েরা এসেছেন চলেও গিয়েছেন স্বর্প পেটে
প্রেমেপূর্ণ বউয়েরা এসেছেন চলেও যাবেন স্বর্প পেটে
কি দেখেছেন কি পেয়েছেন বিষাক্ত স্বর্প দংশন ছাড়া!

মায়ের মূখখানি ভেসে উঠে তাকাই যখন মেয়ের মূখপানে
অজানা ভয়ে শিউরে উঠি সেও যাবে কোন এক স্বর্প পেটে
তবুও আশায় বসি আমি নতুন কোন বেড়ীবাঁধে
ক্ষণকালে আবার শিউরে উঠি অজানা কোন ভয়ে।

চারদিকে তার স্বর্পফনা উঠিছে ক্ষণেক্ষণে
নেশাগ্রস্ত মাতাল স্বর্প চারদিকে তার উঠিছে ফুসলিয়ে
আশাহীন দিগন্তপ্রসারী স্বর্পফনাসম অথৈ জল সাতরিয়ে
কেমন করিয়া দিবে পাড়ি পালহীন তরী বেয়ে?

অলঙ্গ্য সিন্দু সমুদ্দুর পাড়ে দাঁড়িয়ে
স্বর্পরাজের ফণা ঝাঁপটি ধরিয়া
কবে বলিয়া উঠিবে কন্যা আমার
" আমি কি ডরাই ভিখারি রাঘবে।"

শিবালয়, মানিকগঞ্জ

This is a premium post.

Comments

    Please login to post comment. Login