Posts

কবিতা

গীতি কবিতা ০০৮২: এ দুঃখের শেষ কোথায় জানি না

November 5, 2024

তারিক হোসেন

75
View

  এ দুঃখের শেষ কোথায় জানি

আজ তুমি যা দিয়েছ, রইলো তোমার পাওনা।২
এ দুঃখের শেষ কোথায় জানি না,
জানি না, জানি না, জানি না।ঐ

কত ভালো বেসেছি, কত আপন হয়েছি।২
আমার এই দেহ মন সবি তোমায় দিয়েছি;
শুধু তুমি কাছে রাখলে না।
ভালো তুমি বাসলে না।ঐ

কত কথা বলেছি, কত ব্যাথা সয়েছি।২
তোমার সুখে আমি সুখ বিসর্জন দিয়েছি;
শুধু তুমি বুঝলে না।
বুকে তুলে নিলে ন।ঐ

কত ফুল তুলেছি, কত মালা গেথেছি।২
সবি তোমার গলে তুলে দিয়েছ;
শুধু তুমি রাখলে না।
হাতে হাত ধরলে না।ঐ

Comments

    Please login to post comment. Login