Posts

কবিতা

সপ্তর্ষি ,

November 5, 2024

ভোঁতা পেন্সিল

29
View

গন্তব্য বহুদূর,পথ ভুলে যাওয়ার ভয়।

পথে বিপত্তির সহস্র জাল।

সামনে মায়ার শত বাধন আর শত পিছুটান ।

চিনচিন করে বুক কাঁপে,মন করে আনচান।

হারানোর ভয় কুড়ে কুড়ে খায়।

আপন ঠিকানা পেছন থেকে,

চুপি চুপি ডাকছে আমায়।

এক পা সামনে বাড়াই আর দু পা পিছিয়ে যাই।

ভাবি ভুলে জনম মোর পুরো বৃথা যায়।

সপ্তর্ষি,আমার জীবনে এক দূরতম তারা,

দুর থেকে জ্বলজ্বল আলো,

আর জীবনে তা আভা।

Comments

    Please login to post comment. Login