পোস্টস

কবিতা

সপ্তর্ষি ,

৫ নভেম্বর ২০২৪

ভোঁতা পেন্সিল

গন্তব্য বহুদূর,পথ ভুলে যাওয়ার ভয়।

 

পথে বিপত্তির সহস্র জাল।

 

সামনে মায়ার শত বাধন আর শত পিছুটান ।

 

চিনচিন করে বুক কাঁপে,মন করে আনচান।

 

হারানোর ভয় কুড়ে কুড়ে খায়।

 

আপন ঠিকানা পেছন থেকে,

 

চুপি চুপি ডাকছে আমায়।

 

এক পা সামনে বাড়াই আর দু পা পিছিয়ে যাই।

 

ভাবি ভুলে জনম মোর পুরো বৃথা যায়।

 

সপ্তর্ষি,আমার জীবনে এক দূরতম তারা,

 

দুর থেকে জ্বলজ্বল আলো,

 

আর জীবনে তা আভা।