Posts

কবিতা

লাউয়াছড়ার আলো-ছায়ায়

November 6, 2024

মোহাম্মদ বিলাল

লাউয়াছড়ার আলো-ছায়ায়

মোহাম্মদ বিলাল 

সারাদিন লাউয়াছড়ায়- প্রকৃতির অভয়লোকে ছিলাম। 

দেখি-

অগণন গাছগাছালির মাঝে সূর্য ডুবে গেল
আরব সাগরের উপর উড়তে উড়তে
ফিলিস্তিনে
নারী ও শিশুর লাশ দেখতে দেখতে সে

ক্লান্ত এখন 
যেন ডানায় রক্তের গন্ধ মুছে ফেলতে 

পারেনি বলে বমি করেছে মানুষের পঁচারক্ত 

তারপর কোথাও শান্তির খোঁজে মুখ লুকিয়েছে 

অগণন পাতার ভেতর
শুয়ে আছে পাতার নিচে লাউয়াছড়ায়

 গহণ অরণ্যে 

তার অবসর এখন
নতুন দিনের বার্তা জানাবার আগের আগ্নেয়

বিশ্রাম এখন

শোন, এই তমসার বিস্তার বন্ধ হবে
শিশুহত্যার সাইরেন স্তব্ধ করে দিয়ে
সূর্য উদিত হবে, তখন
পাতাদের ফাঁকে নতুন দিনের বার্তা শোনা যাবে
'হিংসার চেয়ে শান্তির শক্তি অনেক শক্তিদাত্রী 
নূহের প্লাবণের চেয়ে বড়ো প্রেমের বান চাই
মানুষ, সর্বপ্লাবী প্রেম আনো, আনো শান্তি
এবার জাগো, বুকে ধরো নবারুণ'

লাউয়াছড়ায় আজ সারাদিন গাছের সাথে

 কাটিয়ে মনে হয়েছে 
গাছেদের নিকট হতে বেঁচে থাকার যে-শ্বাস নিই 

তার হক ফিলিস্তিনিরা ষোলআনা পাবে

মানুষেরে তাই দিতে হবে- 'এবার তবে জাগো-

এ ঋণ শোধ করা চাই আগে।'

Comments

    Please login to post comment. Login