ভৃত্য আমি নৃত্য করি,
নিত্য পুতুল খেলার কুশিলব,
দমের পরে দম ছাড়িয়া
ঢেউ তুলিয়া মত্ত হই,
পাল ছিড়িয়া খুটি ধরি,
বৈঠা মারি হেইয়া হেই।
নাও চলে না আরেক স্রোতও
কাঠের পুতুল হইয়া যায়।
কলের বলে সচল দেহ
অচল হইয়া পইড়া রয়।
ভৃত্য আমি নৃত্য করি,
নিত্য পুতুল খেলার কুশিলব,
দমের পরে দম ছাড়িয়া
ঢেউ তুলিয়া মত্ত হই,
পাল ছিড়িয়া খুটি ধরি,
বৈঠা মারি হেইয়া হেই।
নাও চলে না আরেক স্রোতও
কাঠের পুতুল হইয়া যায়।
কলের বলে সচল দেহ
অচল হইয়া পইড়া রয়।