Posts

কবিতা

হতবাক সুখ

November 6, 2024

জাকারিয়া সিজিয়াম

40
View

ঘুমহারা আলস্যের প্রতিশ্রুতি ছিল
দিনভর ক্লান্তি এনে দেবে, সাথে থাকতেও পারে
দাতের তলায় জিব্, সময় জানিয়েছিল
আমি পিসতে থাকব আপন আত্মারাম খাঁচা।

প্রভাতী প্রতিশ্রতি বেলা শেষে
আমার আর সব গতকালের প্রতিশ্রুতির মতই
আপসোসের নি:শ্বাসের ফেলে চলবে
আমার আর সব চারপাশের মানসিকতার মতই
“জীবনে কিছুই হলোনা”।

প্রভাত তখনও জানেনা দুপুরকে
আলস্য তখনও জানেনা কে আসছে
ক্লান্তি তখনও জানেনা মহামায়াকে
আপসোস তখনও পৌছায়নি সে বোধে
সবার কাঁদা মেকি কান্নাই আমি কাদছি।

আমিও কি জানতাম এই বিকেলবেলায়
সে এসে দাড়িয়েছে মৃদুপায়
সর্বসাধনধন আমার দরজায়।

Comments

    Please login to post comment. Login