পৃথিবীর সবচেয়ে সুখী মানুষদের একজন থেকে
কয়েক সেকেন্ডের মাঝেই পৃথিবীর সবচেয়ে
দুঃখী মানুষ হয়ে যায় কেউ কেউ।
বন্ধুদের সাথে হাসিখুশি আড্ডায় নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ ভাবা ছেলেটির মোবাইলে হুট করেই কল আসে,
জানা যায় তার বাবা স্ট্রোক করেছে,
নিতে হবে রাজধানীর বড় কোন হসপিটালে।