মৃ'ত্যু নয় আসলে এর অনুভুতিই মানুষকে কষ্ট দেয় বেশি।
সেই বিষাদ অনুভূতিকে নির্মল করার জন্যই হয়তো আব্বা বলতো...
"আব্বা সবর কর"
হয়তো যুগ যাবে যুগান্তরে কাল হতে কালান্তরে, শৈশব যাবে তারুণ্যে আর এই রঙ্গিন সময়টাও চলে যাবে বার্ধক্যে, তবুও আব্বার কথা চির অক্ষয় হয়ে থাকবে। এই বাণী শত বিষন্নতায় আমার হৃদয়ে প্রশান্তি আনে।
মানুষ চিরজীবী নয়, এসে যখন গিয়েছি যাওয়াটা সুনিশ্চিত।
তারপরও বাস্তবতার সোনার শিকল ভেদ করে বলতে বড় ইচ্ছে হয়...
★ বাবারা কেন চিরজীবী হয় না?
★ কেনো চলে যেতে হয়?
★ কেনো হৃদয়টা দোমড়ায় মোচড়ায়?
★ কেনো পৃথিবীতে তাঁর আদর্শের মানুষ পাওয়া দুষ্কর হলো?
★ দুনিয়ায় কত নিয়ম ভাঙা হয়, এখানে কেনো নয়?
★ কেনো স্মৃতি গুলো বার বার পিছুটানে?
★ কেনো তিনি চির আসক্তির কারণ হলো?
★ কেনো নিজের জীবনের বিলাসিতা বিসর্জন দিয়ে দিনকে রাত আর রাতকে দিন করে একাকার করে গেলো?
★ আজ ২২২ সপ্তাহ ৫ দিন চলে গেলো এখনো কেনো হৃদয়ের ক্ষত গুলো তরতাজা?
জানি আমার "কেনো" গুলো চুপটি করে পাশ কাটিয়ে চলে যাবে। হয়তো এর উত্তর দিতে গেলে বিশ্বব্রহ্মাণ্ড ঠিকবে না।
আম্মাজান আছেন আলহামদুলিল্লাহ! কিছু থাক আর না থাক এই দুঃখীনির হাসি-ই আমার দুনিয়া। তাও দুঃখ কি আমায় ছেড়ে যায়....?
আম্মার বয়স ৬০..... মালিক নেক হায়াত দরাজ করুন।
রাহমান রহিমের কাছে প্রার্থনা
----এলাহি বাবা বলে গেছেন "সবর করতে" তুমি আমায় সবরে জামিল আতা ফরমাও...আমিন।
________আজাদ