পোস্টস

কবিতা

দুঃখবিলাস

৭ নভেম্বর ২০২৪

শাহাদাত সুফল - Shahadat Supol

দুঃখবিলাস
---শাহাদাত সুফল

দুঃখ হচ্ছে, হোক
ক'জন আছে এমন বলো- তোমার মতো
দুঃখ দেয়ার লোক;
ক'জন আছে কাটিয়ে দেবে আলতো দুপুর
নীরব মনে বৃষ্টিমুখর দিনে,
ক'জন আছে ভীষণ সুখে 
শাপলা ফুলের গান শোনাবে, 
কদম, কেয়া, হাসনাহেনার প্রেমের রঙে মন মাতাবে:
ভীষণ রকম দুঃখ দেয়া বিনে;

অঝোর ধারায় দুঃখসকল 
ফোটায়-ফোটায় চোখের কোণে ঝরে, 
বাদলাদিনের ঢেউখেলানো নদীর মতোন;
তোমার ভীষণ হাসির কারণ,
তোমার ভীষণ সুখের কারণ,
তোমার ভীষণ আদিম সুখের আকাঙ্ক্ষিত ঝোঁক;
আমার বরং দুঃখ হচ্ছে, হোক;

আমি বরং তোমার দেয়া দুঃখগুলো
নীরব মনে সয়ে যাবো,
টাপুর-টুপুর বৃষ্টিবিলাস আমার চোখের হোক।
তুমি আমার একজীবনের 
প্রেমবিরহের কাব্য লেখা কবি'র জীবন;
আমার বরং প্রেমের অসুখ হোক,
তুমি যদি কারণ হবে- এক আকাশের শোক:
তুমি আমায় ভীষণরকম দুঃখ দেয়ার লোক।
দুঃখ হচ্ছে, হোক
দুঃখ আমার একজীবনের বৃষ্টিবিলাস হোক;

রচনাকালঃ
১৪-০৯-২০২২ ইং।

 

কবি ও সংবিধান গবেষক