Posts

কবিতা

কবিতার নাম: কে?

November 7, 2024

সারস্বত

31
View

মানুষ তো এসেছিলো 
যাযাবর হ'তে। 
তীক্ষ্ণ পাথর ছিল হাতে;
বন্য পশুর মত চঞ্চল।
কিন্তু একদিন অভিশাপ দিলো কে?
কে দিলো তার গলায় স্বর?
সে বাঁধলো শক্ত শেকল,
যার নাম দিলো ঘর।

Comments

    Please login to post comment. Login