কবিতা : মহাকালের নিঝর ঝরা
কবি : আজমাইন রশীদ ইনান
মহাকাল! মহাকাল!
দীর্ঘ নিস্তব্ধ মহাকাল।
জোৎস্না রাতে একবার
ফাঁকা মাঠের দিকে তাকাও
দেখবে নিজেকে কতটা শুন্য লাগছে
কি বিশাল মনে হবে এ জগতকে।
যদি তুমি শহরেও থাকো
ওই নিস্তব্ধত জোৎস্না রাতে
গাছ বেষ্টিত পুকুরগুলোক
মনে হয় কোন এ গ্রাম বা
মনে হবে বিশাল কোন সাগর।
তোমার মনে শুন্যতা ঘিরে ধরবে
তুমি ভয় পাবে প্রিয়জনদের হারানোর
এ ভয় শুভ
এ ভয় ভবিষ্যত সুখের নিশ্চয়তা দেয়।
সৃষ্টিকর্তাকে তুমি জানিও দেও
প্রিয়জনরা তোমার কতটা প্রিয়।
তুমি রাত চলে যাওয়ার প্রতিক্ষা করো না
তাহলে তুমি মহাকালকে
অনুভব করতে পারবে না।
মহাকালকে অনুভব করো
মহাকাল তোমাকে তোমার কাঙ্খিত
ঠিকানায় পৌঁছে দিবে।।