পোস্টস

পোস্ট

আন্দোলনের দিনগুলি

৭ নভেম্বর ২০২৪

সিদরাতুল মুনতাহা অরনী

  দৃশ্য-১:- 
গুটি কতেক পথচারী: আংকেল গেইট টা একটু খুলেন!!!!
ব্যক্তি:কে?
পথচারী(১):আংকেল আমার বাবা মা বাসায় নাই। ছোট বোনটারে তালা দিয়ে রেখে আসছি।
ব্যক্তি: চুপ থাক। রাজাকারের বাচ্চা সব!!
পথচারী(২): আমার ছোট একটা বোন আছে!
ব্যক্তি: কি চাই? 
পথচারী(৩): পানি লাগবে, পানি।
ব্যক্তি: নাহ এতো চেচাঁমেচি করছিস কেনো তোরা? 
পথচারীর ছোট বোন: আংকেল!! ( একটু ছোট্ট হাসি দিয়ে ডাকলো) 
ব্যক্তি কষিয়ে দুটো চড় দিলো ৬ বছরের মেয়েটাকে আর মেয়েটা সাথে সাথে পড়ে গেলো।
পথচারী: আমরা তো শুধু গেইট টা খুলতে বললাম তাতেই এতো রাগ আপনার?
ব্যক্তি: এরা তো কথা শুনে না। এই কে আছিস? উপর থেকে এদের উপর গুলি কর তো
গুলিবর্ষণের শব্দ ( ১ জন,২জন, ৩জন লুটিয়ে পড়লো বাড়িটার সামনে) 
প্রচন্ড শব্দ শুনে পাশের বাড়ির প্রতিবেশী: মুক্তিযোদ্ধা ভাই!! কিসের শব্দ এতো?  আপনার বাড়ির ছাদ থেকে কি ফেলছেন? 
ব্যক্তি: কিছু না! কিছু না! পানি ফেলছিলাম ওদের উপর আরকি। একটু চেচাঁমেচি করছিলো তো এইজন্য থামিয়ে দিলাম ( মুচকি হেসে বললেন)। ব্যক্তির পাশেই ছিলো আরো ৪ জন( র‍্যাব,বিজিবি,পুলিশ,লীগ)। তিনি আস্তে করে তাদের বললেন এই এদের মধ্যে থেকে ৫-৬ টা উঠিয়ে নিয়ে আয়তো। তাহলে দেখবি আর কেউ বাড়ির মধ্যে ঢুকতে চাইবে না।
দৃশ্য ২:- 
২ জন গুন্ডামতন লোক এসে তুলে নিয়ে গেলো ৫-৬ জনকে আর বাকি যারা ছিলো তাদের চোখ মুখ বেঁধে রাখলো যেনো তারা এ সম্পর্কে না জানতে পারে। বাকি পথচারী রা বাইরেই চুপচাপ পড়ে রইলো। 
হঠাৎ ৭ মিনিট পর তাদের চোখ মুখ খুলে দেওয়া হলো আর তারা বাস্তবতা জানতে পারলো। এখন আরো বেশি চিৎকার চেঁচামেচি শুরু হইলো। ব্যক্তি ভয় পেয়ে গেলো। সে জলদি জলদি ৫-৬ জনকে সামনে আনলো আর তাদের বলতে বললো - " সবাইকে জানিয়ে দে তোদের সাথে ভাত খাওয়ার জন্য আমার বাড়ির মধ্যে ডেকেছিলাম তোদের।" তারা সেই মোতাবেক বললেও বাকি পথচারীরা ধরে ফেললো! 
দৃশ্য ৩:- 
শুরু হলো আবার চেঁচামেচি। এবার তারা আশেপাশের আরো পথচারীদের ও ডেকে আনলো। 
তারা বললো - কি এমন অন্যায় করেছি আমরা? শুধু তো গেইট টা খুলতে বলেছিলাম। তাতেই আমার ভাইদের কে মারলো! আমরা তো কোনো চেঁচামেচি করিনি। আমরা তো শান্ত স্বরেই কথা বলেছিলাম 
আগত আরো পথচারী: এইটা তো অন্যায়!! কেনো এমন করলেন ওদের সাথে?
ব্যক্তি: আমি কি এমন করতে পারি বলেন? স্বজন হারানোর বেদনা আমি কি বুঝি না? আমি কেনো ওদের মারবো? ( কান্না করতে করতে)
আগত আরো পথচারীরা: আপনি তো অভিনয় করছেন। আপনার কথা আমরা বিশ্বাস করি না। আপনার আর এ বাড়িতে থাকা লাগবে না। আপনি নেমে যান ( রাগত স্বরে সকলের চিৎকার)
ব্যক্তি: আরে আরে রেগে যাচ্ছেন কেনো? আসেন আমার বাড়ির দরজা খোলাই আছে। আপনাদের সাথে বসি,বসে কথা বলি। 
আগত আরো পথচারী: না আর কোনো বসাবসি নেই। আপনি এখন নামবেন!!